কোন জাতি সবচেয়ে বেশী পড়ুয়া জাতি?

এই প্রশ্নের উত্তর দিতে গেলে বলতে হবে এই পৃথিবীতে সবচেয়ে বেশী পড়ুয়া জাতি রুশ জাতি।

ধরুন আপনি ট্রেনে উঠেছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন এবং সেখানে যেতে যদি আপনার ৬ ঘন্টা সময় লাগে তাহলে গোটা ৬ ঘণ্টার ভ্রমনে দেখবেন রাশিয়ান মানুষরা বইয়ের দিকে কেমন বুঁদ হয়ে আছে। যেন বই পড়ার প্রতিযোগিতা চলছে তাঁদের মধ্যে। হয়তো কেউ মোবাইলের দিকে তাকিয়ে আছে বহুক্ষণ ধরে, কাছে গিয়ে দেখবেন পিডিএফে বই পড়ছেন ভদ্রলোক।
অনেকে সিট না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন অথচ হাতে ঠিকই বই মেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন। ছোট ছোট বাচ্চা মায়ের পাশে বসে বই পড়ছে, মাও বইয়ের তাকিয়ে যেন মারা গেছে এমন অবস্থা।

কেবল ট্রেনে কিংবা বাসে না। পার্কেও একই অবস্থা। ঘণ্টার পর ঘণ্টা বই পড়ে অবসর কাটিয়ে দিচ্ছেন বৃদ্ধরা। অফিস শেষে আড্ডা জমেছে, সেখানেও গতকাল কোন বই কেমন লেগেছে তার আলোচনা। একই অবস্থা কফি শপ থেকে চায়ের দোকান, রেস্টুরেন্ট, ব্যাংকেও। সামনে লম্বা সিরিয়াল তো দাঁড়িয়ে কিংবা বসে বই পড়ছে রাশিয়ানরা।

রাশিয়ানদের বই পড়ার কিছু কারনঃ


রাশিয়ান মানুষের বই পড়ার প্রথম কারণগুলি মৌলিকভাবে তাদের সাংস্কৃতিক এবং শিক্ষার প্রতি গভীর আগ্রহ এবং মৌলিক সাংস্কৃতিক সাহিত্য প্রতি শ্রদ্ধা।

রাশিয়ান সমাজে বই পড়ার সম্পর্কে গভীর মানবাধিকার এবং সামাজিক জ্ঞানের অধিকারের মানসিকতা প্রবল।

রাশিয়ান সামাজিক এবং রাজনৈতিক ঐক্য আরও বৃদ্ধি প্রাপ্ত করার জন্য পড়ে এবং আত্মপরিচয় গভীর মানের উন্নয়নে বই পড়ে।

রাশিয়ান সাহিত্য ও বিজ্ঞানের মানুষগুলি প্রচুর বই পড়ে তাদের মানসিক বৃদ্ধি ও শিক্ষার স্তর বৃদ্ধি করতে।

রাশিয়ান সমাজে বই পড়ে বিভিন্ন চিন্তাধারা, তত্ত্ব, এবং ধারাবাহিক বিষয়ের জন্য উন্নত মানুষ গঠন হতে পারে।

সমগ্রভাবে, রাশিয়ান সমাজে বই পড়া একটি গুরুত্বপূর্ণ সংস্কারিক অংশ এবং এটি তাদের মানুষের ব্যক্তিত্বের অগত্যানুসারে গভীরভাবে প্রভাব ফেলে।

রাশিয়ার মোট জনসংখ্যার শতকরা ৪০ ভাগই মাসে অন্তত ৫টি করে বই কিনেন। ৭০ ভাগ পরিবারেই ব্যক্তিগত লাইব্রেরী আছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *