Generation-Z/ Gen-z কি/কারা?

সাধারণত জেনারেশনকে বয়সের ভিত্তিতে বিভিন্ন দলে ভাগ করা হয়।

প্রতিটি জেনারেশনের মানুষের জন্ম থেকে নিয়ে বেড়ে ওঠা এবং সমাজের অবদান রাখার সময়কাল ভিন্ন  হয়।

এগুলোর উপর ভিত্তি করে এখন পর্যন্ত ৬ টি জেনারেশনে সবাইকে ভাগ করা হয়েছে,

এগুলো হলোঃ Silent Generation, Baby Boomers, Genaration-X, Genaration-Y, Genaration-Z, Generation Alpha.

১। Silent Generation – এখানে যারা ১৯২৫ সাল থেকে ১৯৪৫ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা হলো Silent Generation.

২। Baby Boomers – যারা ১৯৪৬ সাল থেকে ১৯৬৪ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা হলো Baby Boomers

৩। Genaration-X – যারা ১৯৬৫ সাল থেকে ১৯৮০ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা হলো Genaration-X

৪। Genaration-Y১৯৮১ সাল থেকে ১৯৯৬ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা হলো Genaration-Y

৫। Genaration-Z ১৯৯৭ সাল থেকে ২০১০ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা হলো Genaration-Z

৬। Generation Alpha – যারা ২০১১  সালের পরে জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় যারা Generation Alpha

‘জেনারেশন জেড’ (Generation z); সংক্ষেপে ‘জেন জি’। জেনারেশন জেড বা জোনরেশন জি’কে Homeland Generation, Gen z, iGeneration, Gen Tech, Gen Wii, Net Gen, Digital Natives, Plurals এবং Zoomers নামেও ডাকা হয়। কারণ, এই প্রজন্ম বড় হয়েছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সাথে।



Leave a Reply