কেন জেন–জি প্রজন্ম ফোন কল ধরতে অনীহা প্রকাশ করে?
কিছুদিন আগে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান আরউইচ একটি জরিপ চালিয়েছিল। ওই জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৩৪ বছর বয়সী এক–চতুর্থাংশ মানুষই ফোন ধরেন না। তাঁরা জানিয়েছেন, ফোন এলে তাঁরা এড়িয়ে যান, না হয় SMS বা খুদে বার্তার মাধ্যমে জবাব দেন। পাশাপাশি ফোন নম্বর না চিনলে, তারা ইন্টারনেটে খোঁজ করে পরিচয় জানার চেষ্টা করেন। মনোবিজ্ঞানী ড. এলেনা তৌরনির